সংক্রমণ ঠেকাতে কীভাবে পরতে হবে কাপড়ের মাস্ক, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২১, ১০:৪২ পিএম

সংক্রমণ ঠেকাতে কীভাবে পরতে হবে কাপড়ের মাস্ক, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চলমান মহামারী পরিস্থিতি ঘরে কিংবা বাইরে চারদিকেই যেনো সংক্রমণের ঝুঁকি। এমতাবস্থায় মাস্কহীন মুখ মানেই মহাবিপদ! করোনা সংক্রমণ ঠেকাতে সব বিশেষজ্ঞ মহল মাস্কের ওপরই বেশি গুরুত্বারোপ করে আসছে। কিন্তু কী ধরনের মাস্ক পরলে করোনার সংক্রমণ সম্পূর্ণভাবে এড়ানো যাবে? অনেকের মনেই রয়েছে এমন প্রশ্ন।

একদিকে যখন নিজেকে সুরক্ষিত রাখতে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছেন অনেকে, তখন কাপড়ের মাস্ক বেছে নিচ্ছেন বহু মানুষ। যদিও কাপড়ের মাস্ক আদৌ সুরক্ষা দিতে পারে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে, কাপড়ের মাস্ক ব্যবহারে করোনার সংক্রমণ আটকানো সম্ভব। তবে এক্ষেত্রে বেশ কিছু সতর্কবিধি মেনে চলতে হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওর মাধ্যমে এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।

ভিডিও বার্তায় বলা হয়, করোনাভাইরাস থেকে বাঁচতে প্রথম থেকেই মাস্ক এবং স্যানিটাইজারের ওপর জোর দিয়ে আসছে ডব্লিউএইচও। তবে কাপড়ের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে হাত পরিষ্কার রাখায় বিশেষ গুরুত্ব দিয়েছে তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যে কোনো সময় কাপড়ের মাস্ক ছোঁয়ার আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। নোংরা হাতে কিছুতেই মাস্ক ছোঁয়া যাবে না। মাস্কের কোথাও কোনো ছিদ্র বা ছেঁড়া রয়েছে কিনা, তা ভালো করে দেখে নিতে হবে। অনেক সময় দেখা যায়, মাস্ক পরার পর মুখের দু’পাশে ফাঁক রয়েছে। তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। মাস্ক পরার পর মুখ, নাক এবং থুতনি সম্পূর্ণভাবে ঢাকা থাকতেই হবে।

মাস্ক এমনভাবে পরতে হবে যাতে নাক, মুখ ও থুতনি সম্পূর্ণ ঢাকা থাকে। মাস্কে ঘনঘন হাত দিলে হাতের জীবানু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে বারবার মাস্কে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। মাস্ক খোলার পরেই তা মুখের থেকে সরিয়ে নিতে হবে। কানের উপর থেকে বা মাথার পেছন দিয়ে খুলতে হবে মাস্ক।

সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করা গেলেও কাপড়ের মাস্ক পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা সম্ভব। কিন্তু কত সময় অন্তর পরিষ্কার করতে হবে কাপড়ের মাস্ক! ডব্লিওএইচও জানাচ্ছে, প্রতিদিন ব্যবহারের পর মাস্কটি গরম জলে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে একবার ব্যবহারের পর মাস্ক ভিজে না গেলে, প্লাস্টিকের থলিতে রেখে তা আবার ব্যবহার করা সম্ভব। মুখ থেকে মাস্ক খোলার পরেই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে।

কাপড়ের তৈরি মাস্ক করোনার সংক্রমণ থেকে কতটা সুরক্ষা দিতে সক্ষম? অনেকের মনেই এমন প্রশ্ন রয়েছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কাপড়ের ত্রিস্তরীয় মাস্ক করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। এক্ষেত্রে মাস্কের বাইরের অংশ পলিয়েস্টারের মতো উপাদান দিয়ে তৈরি হলেও ভেতরের অংশে সুতির কাপড় ব্যবহার করা ভালো। তা একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে ড্রপলেটস শুষে নিতে সক্ষম সুতির কাপড়।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে মাস্ক পরার দিকে বিশেষ নজর দিতে হবে। কোনওমতে মুখে মাস্ক জড়ালেই চলবে না, এক্ষেত্রে যাবতীয় নিয়মাবলীও মেনে চলতে হবে।

 

Link copied!