করোনা ভাইরাসের গণ টিকাদান কর্মসূচীর দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে শহর সর্বত্র মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা শুরু হওয়া এই টিকা দান কার্যক্রম চলবে বিকাল ৫ টা পর্যন্ত। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের এক ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান।
এর আগে, যারা আগস্টের ৭ ও ৮ তারিখে যারা ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ গ্রহণ করবেন। অনুরূপভাবে, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।
সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় যারা ৭ আগস্ট যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর তারিখে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।