সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে: সেতুমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২১, ১২:১৪ পিএম

সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে: সেতুমন্ত্রী

আগামীকাল থেকে সারাদেশে লকডাউন চলাকালে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় সড়ক মন্ত্রী তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। 

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পঁচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এদিকে লকডাউনের সময় মাছ-মাংস-দুধ উৎপাদন ও জরুরি মালামাল পরিবহন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী।

সম্প্রতি দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার।

গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়

Link copied!