২০২২ এর শুরুতেই ওমিক্রন ভ্যারিয়েন্টের টিকা আনছে মডার্না

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০৮:৫০ পিএম

২০২২ এর শুরুতেই ওমিক্রন ভ্যারিয়েন্টের টিকা আনছে মডার্না

২০২২ সালের শুরুতে করোনার নতুন ধরন মডার্নার টিকা তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মডার্না। ২০২২ সালের শুরুতেই কোভিডের এই টিকা আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির চিফ মেডিকেল অফিসার পল বার্টন বলেছেন, “যদি পরিস্থিতি জটিল রূপ ধারণ করে তাহলে আগামী বছরের শুরুতেই নতুন ধরনের ভ্যাকসিন নিয়ে আসা হবে।”

তিনি বলেন, “আগামী কয়েক সপ্তাহে আমাদের জানতে হবে বর্তমান টিকাগুলো করোনার নতুন ধরন থেকে সুরক্ষা দিতে পারছে কি না। টিকাগুলো কার্যকর না হলে মডার্না সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবে।”

বার্টন বলেন, “নতুন ভাইরাসটি ভয়ানক। তবে আমাদের কাছেও অনেক অস্ত্র রয়েছে।”

ইতোমধ্যে ওমিক্রনকে 'উদ্বেগের ধরন' হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এরইমধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল, চীন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। 

Link copied!