নভেম্বর ৭, ২০২২, ০৩:৫৫ পিএম
পাকিস্তানের সঙ্গে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলের। অস্ট্রেলিয়া থেকে দেশের পথে রওনা করে দিয়েছে তারা। অ্যাডিলেড সময় সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে উড়াল দেয় টিম টাইগাররা। সিঙ্গাপুর হয়ে রাত পৌনে ১১টা নাগাদ তারা ঢাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, দলের তিন সদস্যকে ছাড়াই ফিরে আসছেন তারা। টিম ম্যানেজমেন্ট জানায়, দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব, সোহান ও মিরাজ।
সাকিব আল হাসান অ্যাডিলেড থেকে সিডনি হয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন। আর মিরাজ ও সোহান আরও কিছুদিন কাটাচ্ছেন অস্ট্রেলিয়াতে।
১৫ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় মূল পর্বে জয় আসে বাংলাদেশের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচেই হেভিওয়েট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ে ক্যারিবিয়ানদের টপকে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সুপার এইটে তিন ম্যাচেই হারে লাল-সবুজরা।
এরপর আরও ৬টি আসর হলেও মূলপর্বে কোনো জয় পাওয়া হয়নি বাংলাদেশের। তবে এবার বিশ্বকাপে খেলতে নেমে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই জয় পেয়েছে টাইগাররা। সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ে প্রথম ম্যাচেই ডাচদের বিপক্ষে জয় পায় সাকিবরা। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা।
শেষ ম্যাচে সেমিফাইনালে উঠার হাতছানি ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলেও এবার বাংলাদেশের সেরা সাফল্য ছিল বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে অধিনায়ক জানান, ফলাফলের দিক থেকে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সেরা পারফরম্যান্স।