ঢাকার একাদশে মাশরাফি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ১২:০১ পিএম

ঢাকার একাদশে মাশরাফি

মাশরাফি অবশেষে মিনিস্টার ঢাকার একাদশে ফিরেছেন। চলতি বিপিএলে তিনি টানা ৩ ম্যাচ খেলতে পারেননি। ঢাকা এই তিন ম্যাচের ২টিতে হেরেছে। আর একটিতে জিতেছে। সিলেট টস জিতে নিয়েছে ফিল্ডিং। ঢাকা আগে ব্যাট করবে। 

দিনের হিসেবে ৪০২ দিন পর দলে ফিরলেন মাশরাফি। সাংসদ হওয়ার পর ব্যস্ত থাকেন তিনি। এলাকায় সময় দেন। এবার বিপিএলে তিনি ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। কোমরে ব্যথা ছিল সেজন্য বিপিএলের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারেননি। 

আজ সিলেট সানরাইজার্সের ম্যাচে মাঠে নামলেন তিনি। এখন দেখা যাক কি পারফরম্যান্স তিনি জমিয়ে রেখেছেন ভক্তদের জন্য। 

মাশরাফী বিন মোর্ত্তজা সবশেষ প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপে। এর আগেও এমন লম্বা বিরতি ছিল, ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন ছিলেন মাঠের বাইরে।

Link copied!