বিপিএল ২০২২ : খুলনাকে বিদায় করে দিল চট্টগ্রাম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৪:১১ পিএম

বিপিএল ২০২২ : খুলনাকে বিদায় করে দিল চট্টগ্রাম

মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত শেষ ওভারে জয় তুলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জারস। ৭ রানে হারাল তারা খুলনা টাইগার্সকে। আর পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে। বিপিএল থেকে এলিমিনেটরে হেরে বিদায় ঘটেছে খুলনা টাইগার্সের। 

আজ সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। এই দুম্যাচের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জারসের মুখোমুখি হবে। 

মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় খুলনা। চট্টগ্রামের জ্যাকস অসুস্থ ছিলেন। অবশ্য সমস্যা হয়নি। চ্যাডউইক ওয়ালটন ৪৪ বলে ৮৯ রান করেন। এছাড়া কেনার লুইসের ৩৯ ও মিরাজের ৩৬ রানে বড় স্কোর পায় চট্টগ্রাম। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান। 

জবাবে খুলনা রান রেট ঠিক রেখে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ ওভারে ৬ বলে দরকার ছিল ১৬ রান। অফ স্পিনার মেহেদী মিরাজ বল করতে আসেন। তিনি প্রথম তিন বলে ৩ রান দেন। উইকেট তখন সেট ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার । ৪ নম্বর বলে ১টি চার হজম করেন মিস ফিল্ডিংয়ে। পঞ্চম বলে দেন ১ রান। শেষ বলে পেরেরাকে আউট করেন ফিরতি ক্যাচ নিয়ে। খুলনা থেমে যায় ১৮২ রানে। ফ্লেচার ৫৮ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হন অবশ্য চট্টগ্রামের ওয়ালটন।  

 

Link copied!