মিরাজের ইস্যুটি খতিয়ে দেখা হচ্ছে : ইসমাইল হায়দার মল্লিক

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০১:২১ এএম

মিরাজের ইস্যুটি খতিয়ে দেখা হচ্ছে : ইসমাইল হায়দার মল্লিক

চট্টগ্রামের হয়ে প্রথম চার ম্যাচে নেতৃত্ব দেন মিরাজ। এরপর হঠাৎ করেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গত শনিবার সিলেটের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দেন নাঈম ইসলাম। আর এতেই অভিমান করে বসেন মিরাজ! তার পর তিনি হোটেল ছেড়ে চলে যেতে চান। পরে গতকাল রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জারসের ম্যানেজম্যান্টের সঙ্গে বসে সব কিছু সমাধান হয়। তবে কিছু প্রশ্ন আসে। এক. মিরাজ বায়ো-বাবল ভেঙে বের হয়ে গেলেন কেন? দুই . আবার তিনি আজ ম্যাচেও অংশ নিয়েছেন। ৩. মিরাজ কেন এতটা চটে গেলেন। আর কোনো কারণ আছে কিনা? এমন সব প্রশ্নের জবাব দিয়েছেন আজ বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

মল্লিক মনে করেন, প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ‘ মিরাজ একজন জাতীয় ক্রিকেটার, তাকে নেতৃত্ব থেকে সরানোর একটা প্রসেস আছে। আবার কোচ বলছেন তিনি নেতৃত্ব বদলের ব্যাপারে কিছু জানেন না। দল যখন ঢাকায় আসবে আমরা প্রপার একটা হেয়ারিং করবো। জুমেও করতে পারতাম কিন্তু না আমরা সামনাসামনি মিরাজের কথাও শুনবো এবং মালিকপক্ষের কথাও শুনবো। তবে মিরাজের উচিত ছিল এভাবে বায়োবাবল না ভাঙা।’

মাঠে নামার তিন ঘণ্টা আগে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় সন্দেহজনক কিছু দেখছে না বিপিএল আয়োজকরা। এর আগে এমন এক ঘটনা থেকেই ফিক্সিংয়ের কান্ড বেরিয়ে এসেছিল। ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফিকে সরিয়ে আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয়। আশরাফুল জড়িয়ে যান ফিক্সিংয়ে। মল্লিক বলেন, ‘ আমাদের কাছে এখনও সন্দেহজনক কিছু আসেনি। তারা বলেছে এটা মিস কমিউনেকশন। তাদেরকে আমরা শুনানিতে ডাকবো। বিসিবির এন্টি করাপশন দল প্রতিটি ম্যাচকেই ফলো করছে। প্রতিটি দলের সাথেই আমাদের এন্টি করাপশনের একজন করে লোক আছে। তারা ক্লোজলি মনিটর করছে। শুধু বিসিবি নয়, এটা আইসিসিও করে।’

 

Link copied!