সৌম্য করোনা নেগেটিভ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ১২:৫৩ পিএম

সৌম্য করোনা নেগেটিভ

সৌম্য সরকার এখন মুক্ত। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে বিপিএলে পরের ম্যাচে খেলবেন। করোনা পজেটিভ আসায় ঢাকা পর্বে তার খেলা হয়নি। 

চট্টগ্রামে খুলনার পরের ম্যাচটি রয়েছে। সৌম্য সেখানে খেলবেন বলে জানা গেছে। ২৮ জানুয়ারি চট্টগ্রামে স্বাগতিকদের সাথে খুলনার খেলা রয়েছে। খুলনা এই আসরে সৌম্যকে ছাড়া একটি ম্যাচে জয় পেয়েছে। আর ১টিতে হেরেছে। 

সৌম্য ফিরলে খুলনা রঙ আরো একটু উজ্জ্বল হবে আশা করা যায়। 

Link copied!