চট্টগ্রামে ২৬ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটি। সাকিব টেস্ট খেলার জন্য বাংলাদেশে আসেন। বিশ্বকাপে চোটের জন্য ছিটকে যান। এরপর যুক্তরাষ্ট্র চলে যান পরিবারের কাছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। আর লক্ষ্য ছিল টেস্ট খেলা। কিন্তু পরীক্ষা নিরিক্ষা করে বিসিবি জানিয়েছে, সাকিব পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না। আর ঢাকায় ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি।
সাকিব পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। চোটের সমস্যা ছিল। এবার টেস্টেও খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ ওই সিরিজ ৩-০ তে হেরে যায়।
এদিকে মোস্তাফিজুর রহমানও ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে। তাসকিন আহমেদের চোটও গুরুতর। সব মিলিয়ে আরো কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।