মুশফিক-লিটনের কাঁধে চড়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২৬, ২০২১, ০৯:৫১ পিএম

মুশফিক-লিটনের কাঁধে চড়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনে নড়বড়ে শুরু করেছিল বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৯ রান। পরে মুশফিক-লিটনের ব্যাটে ভর দিয়ে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৮ রান।

মুশফিকুর রহিম ৭০ এবং লিটন দাস ৯২ রান করে অপরাজিত রয়েছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেয় স্বাগতিকেরা। দুই ওপেনার সাইফ হাসান এবং সাদমান ইসলাম সতর্ক ব্যাটিংয়ে দিন শুরু করেন।

তবে, দলীয় ১৯ রানে বিদায় নিয়েছেন সাইফ। শাহীন শাহ আফ্রিদির বলে শর্ট ফাইন লেগে আবিদ আলীর হাতে ক্যাচ তুলে দেন তিনি। অবশ্য বলটি সাইফের ব্যাট ছুঁয়ে কাঁধে লেগে ওপরে যায়। কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ লুফে নেন আবিদ। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরেছেন তরুণ এ ওপেনার। 

আরেক ওপেনার সাদমানও ঠিক ১৪ রান করে বিদায় নিয়েছেন। সাজঘরে ফিরেছেন অধিনায়ক মুমিনুলও (৬) ও নাজমুল হোসেন শান্ত (১৪)।

আরও পড়ুন: লাঞ্চের আগেই ৪ উইকেট নেই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হলো এ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসির আলী রাব্বির। বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ইয়াসিরের। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে টেস্ট ক্যাপ পরেন দীর্ঘদিন ধরে অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বি।

রাব্বির সঙ্গে পাকিস্তানের বিপক্ষে মাহমুদুল হাসানকেও দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। তবে, শেষ পর্যন্ত সুযোগ পাননি তিনি। সাইফ হাসানের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

পেস বিভাগে আবু জায়েদ চৌধুরির সঙ্গী ইবাদত হোসেন। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে, গতকালই ১২ জনের দল ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। সেখান থেকে বাদ পড়েছেন কেবল ইমাম-উল-হক। আবিদ আলীর সঙ্গে পাকিস্তানের ইনিংস উদ্বোধন করবেন আব্দুল্লাহ শফিক।

Link copied!