বুথ অব্যবস্থাপনায় টিকা কার্ডে ভোগান্তি

তৌফিক হাসান

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০১:৫২ এএম

বুথ অব্যবস্থাপনায় টিকা কার্ডে ভোগান্তি

নির্ধারিত সংখ্যক বুথের চেয়ে কম বুথ স্থাপন করায় টিকা কার্ড নিয়ে ভোগান্তিতে পড়েছে টিকা গ্রহণকারীরা। পর্যবেক্ষনের ৩০ মিনিটের বিপরীতে দুই ঘন্টা বসে থেকেও কার্ড পায়নি টিকা গ্রহণকারী। দু সপ্তাহ পর এই কার্ড প্রদর্শনের মাধ্যমেই পুনরায় টিকা নিতে হবে বিধায় অনেকে বাধ্য হয়েই বসে ছিল। আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে এ চিত্র দেখা যায়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ৬টি বুথ থাকার পরও মাত্র ১ টি বুথ থেকে টিকা প্রদান করা হয়েছে। তুলনামুলক উপস্থিতি কম থাকার পরও মাত্র ১ টি বুথ খোলা থাকার কারনে টিকা প্রদানে হিমশিম খেয়েছে স্বাস্থ্যকর্মীরা। কর্তব্যরত নার্স দ্যা রির্পোটকে বলেন, আজ আমাদের ডাক্তার নার্সদের মিটিং চলছে। সবাই ঐখানে থাকায় আমদের বাকি বুথগুলো বন্ধ রাখতে হয়েছে।

এদিকে বুথ কম ও অব্যবস্থাপনার কারনে পরবর্তী ধাপের জন্য টিকা কার্ড নেয়ার জন্য কয়েক ঘন্টা ধরে বসে টিকা গ্রহণকারীরা। অভজারবেশন সময় ৩০ মিনিট হলেও দুই থেকে তিন ঘন্টা বসে থাকতে হচ্ছে অনেককে।

টিকা গ্রহনকারী রুবেল আহমেদ বলেন, আমি টিকা নিছি দেড় ঘন্টার মতো হয়ে গেলো। আমাকে বলছে অভজারবেশন সময়ের মধ্যে কার্ড পেয়ে যাবো। কিন্তু এখন প্রর্যন্ত কার্ড পায় নিই। কখন পাবো তাও বলছে না।

টিকা গ্রহনকারীদের অভিযোগগুলো নিয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সাথে দ্যা রির্পোট থেকে একাধিকবার যোগাযোগ করলেও তারা মন্তব্য করতে রাজী হয়নি।

এদিকে নির্ধারিত সময় ৪ টা থাকার কথা হলেও অনেক আগেই টিকা কার্যক্রম গুটিয়ে নিয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।

Link copied!