দেশজুড়ে ৩০০টি স্কুলে রোবোটিকস ল্যাব গঠন করছি: পলক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৩, ১১:৩২ পিএম

দেশজুড়ে ৩০০টি স্কুলে রোবোটিকস ল্যাব গঠন করছি: পলক

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের নিয়ে রোবোটিকস ক্লাব তৈরির লক্ষ্যে ৩০০টি সংসদীয় আসনভিত্তিক ৩০০টি স্কুলে রোবোটিকস ফেব্রিকেশন ল্যাব ও ক্লাব গঠন করা হচ্ছে বলে জানালেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে। সেই ল্যাবগুলোতেও রোবোটিকস ক্লাব তৈরি করা হবে। 

ডিজিটাল লিটারেসি নিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী প্রায় ৫ থেকে ৬ কোটি এবং ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য ডিজিটাল লিটারেসির গুরুত্ব অনেক। এজন্য ছাত্র, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সবাইকে নিয়ে প্রতি মাসে আইসিটি কমিটি জেলা ও উপজেলায় বৈঠক করবে। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লিটারেসি, সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয় সেদিকেও নজর রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সাফল্যের ওপর ভিত্তি করে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সোসাইটি গড়ে তোলার জন্য জেলা প্রশাসকদের কিছু মৌলিক নির্দেশনা দেয়া হয়েছে। পেপারলেস অফিস ওয়ার্ককে উৎসাহিত করা হচ্ছে। ক্যাশলেস সোসাইটি তৈরি করার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে। 

প্রতিমন্ত্রী বলেন, এ বছর আইসিটি ডিভিশন থেকে স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে। একটি জেলার জেলা প্রশাসকের নেতৃত্বে সর্বোচ্চ এক কোটি টাকার একটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে করে একটি প্রতিযোগিতা বিরাজ করবে যে তারা কিভাবে উদ্ভাবনী স্মার্ট জেলা, পেপারলেস অফিস ওয়ার্ক ও ক্যাশলেস জেলা তৈরি করতে পারে।

Link copied!