এবার ট্রুডোসহ কানাডার ৩১৩ জনের ওপর রুশ নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৩:৪১ পিএম

এবার ট্রুডোসহ কানাডার ৩১৩ জনের ওপর রুশ নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১৩ জনের ওপর নিষেধাজ্ঞার পর এবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ কানাডার ৩১৩ জনকে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান কানাডিয়ান শাসকদের রাশিয়ার বিরুদ্ধে শত্রুতাসুলভ কার্যকলাপের প্রতিক্রিয়া হিসাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কানাডার কার্যক্রম এতদিন ধরে মস্কোর ধৈর্যের পরীক্ষা নিয়েছে এবং ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আরও পড়তে পারেন: মার্কিন প্রেসিডেন্টসহ ১৩ জনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

কানাডার প্রধানমন্ত্রী ছাড়াও  রুশ কালো তালিকায় রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দসহ প্রায় প্রত্যেক পার্লামেন্ট সদস্য।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যেক রুশবিদ্বেষী আক্রমণ যেমন রুশ কূটনৈতিক মিশনে হামলা, আকাশপথ বন্ধ, বা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের বিচ্ছেদকারী অটোয়ার পদক্ষেপ অনিবার্যভাবে সমান জবাব পাবে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা জারী করে রাশিয়া।

আরও পড়তে পারেন: ইউক্রেনে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো প্রয়োজন

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন, প্রতিরক্ষামন্ত্রী এল. অস্টিন ও সশস্ত্র বাহিনীর প্রধান এম মিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২১ তম দিন বুধবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই ১৩ শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৫০০ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ৪৬ শিশুসহ ইউক্রেনের ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি, এপি, সিএনএন, আনাদোলু

Link copied!