বৈঠক করার সময় এসেছে, এটি আলোচনার সময়

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ০৩:৪২ পিএম

বৈঠক করার সময় এসেছে, এটি আলোচনার সময়

সামরিক অভিযান বন্ধে রাশিয়াকে আবারও শান্তি আলাচনায় বসার আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ আহ্বান জানান।

আরও পড়তে পারেন: রুশ আগ্রাসনে ইউক্রেনের ৬৫ লাখ মানুষ গৃহহীন

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ভাষণে ইউক্রেনিয় প্রেসিডেন্ট বলেন, “আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। বৈঠক করার সময় এসেছে, এটি আলোচনার সময়।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এগিয়ে আসার আহবান জানিয়ে জেলেনস্কি বলেন, “সময় এসেছে আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে আনা এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার। অন্যথায়, রাশিয়া এমন ক্ষতি করবে যা পুনরুদ্ধার করতে আপনার কয়েক প্রজন্ম সময় লাগবে।”

এদিকে বক্তব্যে জেলেনস্কি হামলার শিকার শহরগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন রাশিয়ার বিরুদ্ধে। তিনি বলেন, এটি একটি সুচিন্তিত কৌশল, এটি যুদ্ধাপরাধ। তাদের এ জন্য জবাব দিতে হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২৪ তম দিন শনিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। মুহুর্মুহ রুশ হামলায় প্রকম্পিত  হচ্ছে ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের কেন্দ্রস্থল। সেখানে ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে তুমুল গোলাগুলি চলছে রুশ বাহিনীর।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই ১৩ শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৫০০ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

Link copied!