সাধারণ ক্ষমার আওতায় আসছে অর্থ পাচারকারীরা: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২২, ১১:১৮ পিএম

সাধারণ ক্ষমার আওতায় আসছে অর্থ পাচারকারীরা: অর্থমন্ত্রী

ট্যাক্স দিলেই অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার সুযোগ দিচ্ছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ট্যাক্স পরিশোধ করে বিদেশে পাচার করা অর্থ বৈধপথে দেশে আনার সুযোগ থাকবে আসন্ন বাজেটে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আসন্ন বাজেটেই বিদেশ থেকে অর্থ দেশে আনার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হবে। ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে অর্থমন্ত্রী বলেন, সেসব দেশের নাগরিকরা ট্যাক্স পরিশোধ করে পাচার করা অর্থ দেশে ফেরত নেওয়ার সুযোগ নিয়েছেন। আমাদের দেশের নাগরিকরাও এই সুযোগটি কাজে লাগাবেন বলে মনে করছে সরকার। 

অর্থমন্ত্রী বলেন, ‘যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে, সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ। এ ধরনের অ্যামনেস্টি (সাধারণ ক্ষমা) বিভিন্ন দেশ দিয়ে থাকে। তবে কত টাকা গেছে, সেটির ধারণা দিতে পারবো না।’ বর্তমানের ডলারের সংকট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

Link copied!