নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন নিয়ে যেসব অভিযোগ আসছে, সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতে চমক দেখাবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।
আহসান হাবিব খান বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করাতে কাজ করছি। সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত অসংখ্য ইভিএমে নির্বাচন করেছি। অঘটন, ধাওয়া-পাল্টা ধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না।