ঈদ সামনে রেখে দুই সপ্তাহেই প্রবাসী আয় এলো প্রায় শত কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২৩, ০৬:৪৮ এএম

ঈদ সামনে রেখে দুই সপ্তাহেই প্রবাসী আয় এলো প্রায় শত কোটি ডলার

আবারও প্রবাসী আয় বেড়েছে। ঈদকে সামনে রেখে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহে এই আয় এসেছে ৯৫ কোটি ৮৭ লাখ ডলারেরও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এই ব্যাংকের তথ্যমতে, চলতি এপ্রিলের প্রথম ১৪ দিনে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার। এই ব্যাংকগুলো হলো: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও বিডিবিএল ব্যাংক। এ ছাড়া বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমেও এসেছে ২ কোটি ৬৮ লাখ ডলার। 

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ২০ হাজার ডলার।

ব্যাংকগুলোর মধ্যে প্রবাসী আয় আনার শীর্ষে বরাবরের মতো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরপর সবচেয়ে বেশি আয় এসেছে দি সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক ও সোনালী ব্যাংকের মাধ্যমে।

এর আগে মার্চ মাসে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে দেশে ২০১ কোটি ৭৬ লাখ ডলার পাঠিয়েছিলেন। এ আয় আগের মাস ফেব্রুয়ারির তুলনায় ২৯ দশমিক ২৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি ছিল।

Link copied!