ঈদের ছুটি শেষে অফিস, ব্যাংক খুলছে সোমবার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৪, ২০২৩, ০২:৫৭ এএম

ঈদের ছুটি শেষে অফিস, ব্যাংক খুলছে সোমবার

ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) থেকে আবারও কর্মচাঞ্চল্য শুরু হবে রাজধানীর সরকারি অফিসপাড়ায়। এদিন খুলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও।

ঈদ উপলক্ষ্যে নাড়ির টানে যারা রাজানীর বাইরে রয়েছেন সোমবার অফিসে যোগ দিতে তারা এরই মধ্যে (রবিবার রাতে) ঢাকায় ফেরার পথে রয়েছেন বা  ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

শুক্রবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা দেওয়ায় এবার ১৪৪৪ হিজরি সালের রমজান মাস শেষ হয় ২৯ দিনে। আর ঈদুল ফিতর উদযাপিত হয় শনিবার। রোজা ৩০টি হলে ঈদ হত রবিবার। আর এমতাস্থায় সরকারি ছুটি গড়াত সোমবার পর্যন্ত ছয় দিনে।

 

এবারের ঈদে ছুটি শুরু হয়েছে মূলত ১৯ এপ্রিল শবে কদরের ছুটি থেকেই। কারণ শবে কদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস পড়েছিল ২০ এপ্রিল; ওই একটি দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। তাই ঈদ ঘিরে টানা পাঁচদিনের ছুটি পায় সরকারি চাকরীজীবীরা।

Link copied!