গুলিস্তানে বিস্ফোরণ: প্রাণ গেল আরও একজনের, মৃতের সংখ্যা বেড়ে ২৩

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৩, ০৬:৪০ পিএম

গুলিস্তানে বিস্ফোরণ: প্রাণ গেল আরও একজনের, মৃতের সংখ্যা বেড়ে ২৩

রাজধানীর গুলিস্তানে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম(৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে বিস্ফোরণ ঘটনায় ২৩ জনের মৃত্যু হলো।

শনিবার সকাল পৌনে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (শনিবার) সকাল ৯টার দিকে মির্জা আজমের মৃত্যু হয়েছে।তার শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল বলেও তিনি জানান।

নিহতের মামা বাবুল আক্তার গণমাধ্যমকে জানান, মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

তিনি আরো জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান ছিলেন মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন। তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮জন।

Link copied!