জুলাই ২৬, ২০২২, ১২:২৭ এএম
গত সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার ঘটনায় গ্রেপ্তার হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নূর হোসেন শাওন। তিনি হাটহাজারীর ফতেহপুরের জাবেদ হোসেনের ছেলে। অপরজন স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা। তিনি ঝালকাঠির আশিয়ার গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এর আগে, গত রবিবার একই ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই দুই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী হলেন- ইতিহাস বিভাগের আজিম হোসেন (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ও নৃবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার ওরফে বাবু।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযুক্ত অপর দুই শিক্ষার্থী হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন ওরফে শাওন (২২) ও একই কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা ওরফে মাসুদকে (২২) আজীবন বহিষ্কারের জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযুক্ত অপর দুইজনের বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, “চারজনের মধ্যে অন্য দুজন হাটহাজারি কলেজের শিক্ষার্থী। তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমানের কাছে আবেদন করা হয়েছে।“ মূলত নারী শিক্ষার্থীকে যৌন নীপিড়ন করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি নেওয়ার আবেদন করার পরই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ছাত্রত্ব বাতিল করে।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুর সঙ্গে হলে ফেরার পথে এক ছাত্রীকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে কয়েকজন। ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ২০ জুলাই ওই শিক্ষার্থী হাটহাজারী থানায় একটি মামলা করেন।
মামলার পরই গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।