ডয়চে ভেলে বিতর্কিত প্রশ্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী উওর দেয়নি: প্রেস বিজ্ঞপ্তি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২৩, ০৩:৪৯ এএম

ডয়চে ভেলে বিতর্কিত প্রশ্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী উওর দেয়নি: প্রেস বিজ্ঞপ্তি

জার্মানভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের পাঠানো প্রশ্নগুলো অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ায় সেগুলোর উত্তর দেওয়া  থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিরত ছিলেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডিডাব্লিউ(ডয়চে ভেলে) বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বরাবর বাংলাদেশ Rapid Action Battalion সম্পর্কিত ৩১ টি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি পাঠিয়েছে। ২৬ মার্চ, ২০২৩ খ্রি. পাঠানো প্রশ্নগুলো বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিয়মাণ হয় যে, অধিকাংশ প্রশ্ন অসত্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর। সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিতর্কিত প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকেন।’

 

 এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগ হতে DW ( Deutsche Welle ) বরাবর একটি পত্র পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!