তারেক রহমান বিদেশী নাগরিকত্ব নেননি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২২, ০৩:৫০ এএম

তারেক রহমান বিদেশী নাগরিকত্ব নেননি: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের নাগরিকত্ব নেননি বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান বিদেশী নাগরিকত্ব নিয়েছেন-এটা একেবারেই মিথ্যা কথা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যুক্তরাজ্যে এসাইলামে আছেন। এটা খুব পরিস্কার করে বলা হয়েছে, এটাতে কোনো রাগ-ঢাক নেই।” এসময় তিনি আরও জানান, তারেক রহমান কোনো নাগরিকত্ব চাননি, এমনকি  ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদনও করেননি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “তিনি আছেন যুক্তরাজ্যে, এসাইলামে আছেন। এসাইলাম ছাড়া তো উপায় নেই। কারণ এরা(সরকার) রিনিউ করে না পাসপোর্ট।  সুতরাং এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষজনকে বিভ্রান্ত করা যাবে না। বাজে কথা বলার তো যুক্তি নাই।”

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার সম্পর্কে ব্যক্তিগতভাবে আক্রমণ করায়  সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের  কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অবিলম্বে বন্যা উপদ্রুত অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবি জানানোর পাশাপাশি সংগঠনের কাজ সীমিত করে নেতা-কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানিয়েছেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে দলের ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির  সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

Link copied!