দেশবাসী নির্বিঘ্নে ঈদ-পহেলা বৈশাখ উৎসব করুক, আমরা আছি: আইজিপি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২৩, ১০:১৩ পিএম

দেশবাসী নির্বিঘ্নে ঈদ-পহেলা বৈশাখ উৎসব করুক, আমরা আছি: আইজিপি

আসছে পহেলা বৈশাখ ও পবিত্র ইদুল ফিতরকে কেন্দ্র করে কোন নিরাপওা হুমকি পাইনি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দেশবাসী নির্বিঘ্নে উৎসব করুক সর্বচ্চ নিরাপওা ব্যবস্থা নিয়ে পুলিশ পাশে আছে বলেও তিনি জানান।

সোমবার দুপুর আড়াইটায় ঈদ উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

আইজিপি বলেন, “পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তা-ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।  

ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে পুলিশ মহাপরিদর্শক বলেন, “ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়ত আমরা দিতে পারি না।” 

 

ব্যবসায়িদের উদ্দেশ্য আইজিপি বলেন, “টাকা পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায়, তাহলে আমরা সার্বক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।”

Link copied!