নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর ভবনে আগুন, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২৩, ০৫:৫৬ পিএম

নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর ভবনে আগুন, একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লাগায় একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

আগুনে পুড়ে মৃত্যু হওয়া ব্যক্তির নাম আওলাদ বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, “শনিবার ৯টার দিকে বিস্ফোরনের পর ওই ভবনে আগুন লাগে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুনে আওলাদ নামে একজন মারা গেছেন।” তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবণ, কাগজের গোডাউন ছিল। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি “

এদিকে, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা গণমাধ্যমকে জানান, আওলাদ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৯ চিকিৎসাধীন আছেন। এদিকে, বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, “জরাজীর্ণ একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে যায়৷ ভবনটির দেয়াল ধসে পড়েছে৷ এতে একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৯ জন৷” বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ কাজ করছে বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার।

Link copied!