সেপ্টেম্বর ৫, ২০২২, ০১:০২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের চেয়ে বেশি আলোচনা হচ্ছে সফর প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে এসে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাদ পড়া নিয়ে। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় অযাচিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন। তাঁর এসব অতিকথনে সর্বশেষ মাত্রা যুক্ত করেছে ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’ মন্তব্যটি। প্রধানমন্ত্রীর ভারত সফরের এক মাসেরও কম সময় আগে চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য সবাইকে চমকে দেয়।
বিশেষ করে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে এই বক্তব্য কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দেয়। এরই জের ধরে আজ সোমবার প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা ও দিল্লিতে কর্মরত বাংলাদেশের একাধিক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীর ভারতে না আসার বিষয়টি আজ সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী কেন ভারত সফর করছেন না তা নিয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।
এর আগে রবিবার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানেও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি ভারত সফর করছেন।
এদিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইতিমধ্যে ফ্লাইটটি দিল্লিতে অবতরণ করেছে।