বঙ্গোপসাগরে ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২১, ০৯:০১ এএম

বঙ্গোপসাগরে ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে কুতুবদিয়ায় একটি ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। এরমধ্যে নয় জেলেকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার খান গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক মো. আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার রাতে সমুদ্রে মাছ ধরা শেষে ট্রলারটি কূলে ফিরছিল। উলিচর পয়েন্টে পৌঁছামাত্র হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারে আগুন লেগে যায়। এ সময় ট্রলারে থাকা তেলের ড্রামে আগুন ছড়িয়ে পড়ে। এতে জেলেদের শরীরেও আগুন লেগে যায়। জেলারা আগুন থেকে বাঁচতে পানিতে লাফিয়ে পড়ে।

Link copied!