ব্রাহ্মণবাড়িয়ায় জাবি শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৩, ০৪:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় জাবি শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ

পবিত্র ঈদুল ফিতরের পরের দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের "ঈদ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ" অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়ার জাবিয়ান শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা৷

B Baria 2

এদিন বেলা ১২টায় উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে শিক্ষার্থীরা একসাথে মিলিত হয়ে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ ও মধ্যাহ্নভোজ শেষে নবীনগর লঞ্চঘাট থেকে আনন্দ ভ্রমণে বের হন আয়োজনে অংশগ্রহণকারীরা। মেঘনা ও তিতাস নদীতে (নবীনগর+ভৈরব+আশুগঞ্জ) লঞ্চ ভ্রমণ শেষে সন্ধ্যায় পুনরায় নবীনগর লঞ্চঘাটে এসে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করা হয়৷

ঈদ পরবর্তী এ মিলনমেলা আয়োজনে সার্বিক সমন্বয় ও সহযোগিতা করছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩২তম আবর্তনের সাবেক শিক্ষার্থী একরামুল ছিদ্দিক এবং নবীনগর-বাঞ্ছারামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) বিশ্ববিদ্যালয়ের ৩১তম আবর্তনের সাবেক শিক্ষার্থী সিরাজুল ইসলাম (সনেট)।

B Baria

ঈদ মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ৩২তম আবর্তনের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন কার্যালয়ে দায়িত্বরত মোহাম্মদ আমিনুল হক বাপ্পী।  এছাড়াও বিসিএস কাস্টমসে দায়িত্বরত ৩৭তম আবর্তনের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ রাফিন; দুদকের সহকারী পরিচালক, ৪০তম আবর্তন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম সৈকত; গণিত বিভাগের ৪০ তম আবর্তনের সাবেক শিক্ষার্থী জনতা ব্যাংক ঢাকায় কর্মরত ছায়েদুর রহমান টিপু; ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডে কর্মরত মো. ইসহাক মিয়া।

ঈদ মিলনমেলা ও পরবর্তী আনন্দ ভ্রমণে বিশ্ববিদ্যালয়ের ৪০তম আবর্তন থেকে ৫১তম আবর্তন পর্যন্ত ১১টি ব্যাচের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন।

ঈদ মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল হক সোহাগ।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই ঈদ মিলনমেলা ও আনন্দ ভাগাভাগির আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে সার্বিক সাফল্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল, এমপি।

Link copied!