রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি নেতা খুন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৭, ২০২৩, ০৪:১৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি নেতা খুন

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে লাখো রোহিঙ্গা। তবে এসব ক্যাম্পে প্রায়ই হত্যাসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। সোমবার দিবাগত রাতে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত রোহিঙ্গা কমিউনিটি নেতার নাম নুর হাবি ওয়াক্কাস (৫১)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ মোহাম্মদ আলী বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে তিনি বলেন, “সোমবার মধ্যরাতে ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৩ এর সামনে আনুমানিক ৩০ জন লোক রোহিঙ্গা নেতা নুরহাবি ওয়াক্কাসকে গুলি করে এবং মাথায় কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে রোহিঙ্গা ক্যাম্পের আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Link copied!