রাজধানীর গুলিস্তানে বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেটে লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে লাগা আগুন সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “বঙ্গবাজারের আগুন ১২টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আশা করা যায় আগুন আর ছড়াবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে।”
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৫০ টি ইউনিট কাজ করেছে। এজন্য রাজধানীর পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট যোগ দেয়। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ দল, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব, পুলিশ ও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হচ্ছে। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।
র্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে।
এদিকে, রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে ফায়ারসার্ভিসের আট সদস্যসহ মোট ১৩ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বেশিরভাগ আহতদের ঢাকা মেডিকেলে এবং একজনকে বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইনিস্টিউটে যিনি এসেছেন, তিনি ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।
ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া আহত পাঁচজন হলেন- নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২) ও দুলাল মিয়া (৬০) ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, দায়িত্ব পালনকালে ফায়ারসার্ভিসের সদস্য আহত হয়েছেন বলে দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন ফায়ারসার্ভিস ও সিভিল ডিফিন্সের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
আহত ফায়ারসার্ভিসের ৮ কর্মীর মধ্যে রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫) ঢাকা মেডিকেলে এবং মেহেদী হাসান (২৮) বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা নিয়েছেন।অন্যদের পরিচয় জানা না গেলেও তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
গুলিস্তানের বঙ্গবাজারের গোডাউন এলাকা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের ভাষ্য, বঙ্গবাজারের দোকানগুলো কাঠ ও টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসে। আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করে নিচ্ছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোনও মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের পরপরই অনেক ব্যবসায়ী দোকানের মালামাল বের করে সামনের নিউ সেক্রেটারি সড়কে রাখতে শুরু করেন। একদিকে আগুন, অন্যদিকে মালামাল বের করার কারণে সামনের রাস্তায় মালামালের স্তূপ হয়ে যায়। ঘণ্টাখানেক জ্বলার পর সকাল ৭টার দিকে বঙ্গবাজারের একাংশ ধসে পড়ে। আর এতেই ঘটে বিপত্তি। রাস্তায় থাকা কাপড়ের স্তূপের মধ্যে আগুন ছড়ায়। এই আগুন পাশের নিউ সেক্রেটারি রোডের উল্টো দিকে থাকা বঙ্গ ইসলামীয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটেও ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও মার্কেটের দোকানদাররা জানিয়েছেন, বঙ্গবাজার, আদর্শ মহানগর মার্কেট, ইসলামিয়া মার্কেট ও হোমিও মার্কেটের পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।