সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: দুই মাস আগে নতুন কর্মস্থলে যোগ দেন নিহত মনিরুজ্জামান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ০৯:১২ এএম

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: দুই মাস আগে নতুন কর্মস্থলে যোগ দেন নিহত মনিরুজ্জামান

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন মনিরুজ্জামান (৩২)। রবিবার (৫ জুন) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মনিরুজ্জামানের লাশ শনাক্ত করে তার মামা। অন্যজনের পরিচয় জানা যায়নি।

মনিরুজ্জামান সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। কুমিল্লার নাঙ্গলকোট থানার শামসুল হকের ছেলে তিনি। মীর হোসেন বলেন, ‌‘খবর পেয়ে হাসপাতালে এসে ভাগনের লাশ শনাক্ত করেছি। তার দুই বছরের একটি মেয়ে আছে। মনিরুজ্জামান আমার বড় বোনের ছোট ছেলে।’ তিনি আরও বলেন, ‘গত শুক্রবার আমার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল। তার কর্মস্থল কুমিরায় গিয়েছিলাম। ছবিও তুলেছি। একসঙ্গে খেয়েছি। ৭-৮ বছর হয়েছে চাকরিতে যোগ দিয়েছে। দুই মাস আগে বদলি হয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে আসে। এর আগে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত ছিল। তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি নাঙ্গলকোটে থাকে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭ কর্মীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই কর্মী। এছাড়া আহত ২১ কর্মীকে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, সামর্থ্য সবটুকু দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিস্ফোরকদ্রব্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আসছে না। 

Link copied!