সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের আরও এক সদস্যের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ১১:০৫ এএম

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের আরও এক সদস্যের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া ফায়ার সার্ভিসের আরও ১ সদস্য মারা গেছেন। গাউসুল আজম নামে ফায়ার সার্ভিসের ওই কর্মী রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (১২ জুন) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে গত ৪ থেকে ৬ জুন পর্যন্ত জ্বলতে থাকা সীতাকুণ্ডের ওই ডিপোর আগুণে দগ্ধ হয়ে রাষ্ট্রের অগ্নিনির্বাপন সংস্থার ১০ সদস্যের মৃত্যু হলো। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মৃত্যু হলো ৪৬ জনের। 

গাউসুল আজমের স্বজনরা জানান, তার বাড়ি যশোরের মনিরামপুরে। বাবার নাম আজগর গাজী। চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, 'গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।' ৫ জুন চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে গাউছুল আজমসহ ৭ জনকে ঢাকায় নিয়ে আসা হয়। ওইদিনই তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

শনিবার (১১ জুন) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ফায়ার সার্ভিসের আরেক কর্মী রবিন মিয়া (২২) ও কনটেইনার চালক নজরুল মণ্ডল (৩৮) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে। বাকিদের অবস্থাও এখনো আশঙ্কামুক্ত নয়। 

Link copied!