এপ্রিল ২৯, ২০২৩, ০২:০০ পিএম
বগুড়ার আদমদীঘিতে হাতির চাঁদাবাজি এড়িয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ইন্দইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার লক্ষীকুল গ্রামের মৃত নাগর প্রামানিকের ছেলে লোকমান আলী (৭৫) ও তার ছেলে জাহিদুর রহমান (৪৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ান গ্রামের পশ্চিম সিংড়াপাড়া এলাকায় একটি বিয়ের জন্য হাতি ভাড়া করা হয়। সেই হাতিটি গত কয়েকদিন আগে ওই বিয়ে বাড়িতে আনা হয়। এরপর থেকে হাতির পরিচালক প্রতিদিন সকালে হাতিটি নিয়ে চাঁদাবাজির জন্য সড়কে বের হন।
শনিবার সকালেও ওই হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছিল। এ সময় আদমিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জাহিদুর রহমান তার বাবা লোকমান আলীকে নিয়ে মোটরসাইকেলে আদমদীঘি যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইন্দইল ব্রিজের পশ্চিম পাশে ওই হাতিটি চাঁদার জন্য তাদের সামনে দাঁড়ালে তারা এড়িয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লোকমান আলী মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় তার ছেলে জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও সেখানে মারা যান।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান জব্দ এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য হাতি ও হাতির পরিচালককে থানায় আনা হয়।