১৫ মে থেকে মিয়ানমারে যেতে আবেদন করা যাবে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২২, ১০:৫৫ পিএম

১৫ মে থেকে মিয়ানমারে যেতে আবেদন করা যাবে

দুই বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর পুনরায় পর্যটকদের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। বৈশ্বিক অবস্থা বিবেচনায় ২০২০ সালের মার্চ মাস থেকে সীমান্ত বন্ধ রাখে মিয়ানমার। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চি’র বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মিয়ানমারের ইংরেজি দৈনিক গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, "পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে পর্যটন ই-ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়া হবে।

১৫ মে ২০২২ থেকে আবেদন গ্রহণ করা হবে।"

 

Link copied!