‘হাঁটু ভাঙা, মাজা ভাঙা কত কিছু বলেছেন, এখন কেন ঘাবড়ে গেছেন’

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২২, ১২:৩৮ এএম

‘হাঁটু ভাঙা, মাজা ভাঙা কত কিছু বলেছেন, এখন কেন ঘাবড়ে গেছেন’

সরকারের বিরুদ্ধে জনগণ ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গণসমাবেশে জনসমুদ্র দেখে আওয়ামী লীগ নেতারা ঘাবড়ে গেছেন বলেও তিনি জানান।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্য আয়োজিত ‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বিরুদ্ধে জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঘুরে দাঁড়াচ্ছে। জনগণ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। বরিশালের সমাবেশ, খুলনার সমাবেশ, ময়মনসিংহের সমাবেশে মানুষ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে চলে এসেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘কত কথা বলেছেন- হাঁটু ভাঙা, মাজা ভাঙা আরো কত কিছু বলেছেন। তাই যদি হয় তাহলে কেন এত ঘাবড়ে গেছেন, এত আশঙ্কা কেন? আর বলছেন কী? পালাব না, আমরা জেলে যাব। তাহলে জেলে যাওয়ার কথা চিন্তা করতে শুরু করেছেন। এটাই তো আগেই বোঝা উচিত ছিল ‘

বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে বাধা উপেক্ষা করে জনগণের অভূতপূর্ব উপস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সমাবেশগুলো দেখে যা মনে হয়েছে- মানুষ সমস্ত বাধা উপেক্ষা করে চলে আসছে। বরিশালের সমাবেশে দুদিন আগে লঞ্চ-যানবাহন বন্ধ করে দিয়েছে, এমনকি খেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। কিন্তু মানুষ সাঁতরে সমাবেশে উপস্থিত হয়েছে।’

নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জনসংহতি আন্দোলনসহ বেশ কয়েকটি দলের সাথে বিএনপি যুগপৎ আন্দোলনে একমত জানিয়ে দলটির মহাসচিব আরও বলেন, ‘যুগপৎ আন্দোলনের বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। বাকি বিষয়গুলো দ্রুতই আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর চেষ্টা করেছে, তবে বিএনপিকে দমাতে পারেনি। তারা বুঝতে পারছে না যে, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আর হামলা-মামলা করে লাভ হবে না। আমরা বিশ্বাস করি, একসঙ্গে থাকলে অবশ্যই জয় আমাদের হবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।

Link copied!