জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২১, ০৫:০৫ পিএম

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার(১৮ নভেম্বর)রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে  আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হবেনা এটা অমানবিক। আমরা অনতিবিলম্বে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

দলীয় কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয় ভাবে ও সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনসন পালনের দাবিতে আমি সবাইকে আহবান জানাচ্ছি।

তিনি বলেন, ‘আমাদের ঢাকায় যে কর্মসূচি সেটি ভেন্যু পাওয়া সাপেক্ষে, আমরা যদি ভালো ভেন্যু পাই তবে সেখানে, অথবা কোথাও যদি ভেন্যু না পাই তবে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এই গণ অনশন কর্মসূচি পালন করব।’

বারবার আবেদন করা হলেও খালেদা জিয়ারজীবন রক্ষার্থে দেশের বাইরে চিকিৎসা কোন সুযোগ এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না জানিয়ে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন,‘আপনারা জানেন এর আগে করো না পরবর্তী জটিলতায় ৫৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। পাঁচ ব্যাগ রক্ত নিয়েছিলেন এবং ওই সময়ে দুইবার সিবিআর সিপ্রিসিনে আক্রান্ত হয়েছিলেন। উনার এই বয়সে এরকম কিছু ঝুঁকিপূর্ণ ছিল। আল্লাহর অশেষ রহমতে সেই অবস্থা থেকে বের করে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ১২ অক্টোবর নতুন উপসর্গ নিয়ে তিনি আবার হাসপাতালে ভর্তি হন এবং তার একটি বায়োপসি করা হয়।

খালেদা জিয়াকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা আমাদের মেডিকেল বোর্ডে যারা রয়েছেন তারা বারবার বলে আসছেন এবং স্পষ্ট করে আমাদের বলেছেন ম্যাডাম এই মুহূর্তে এমন একটি অবস্থায় রয়েছেন যেখানে সময় উপযোগী সুচিকিৎসা না পেলে এমন একটা পরিস্থিতিতে চলে যাবেন, যখন কোন চিকিৎসায় আর কাজে দিবে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিনা ইসলাম, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

Link copied!