রাজধানী ঢাকার তেজগাঁওয়ে সড়কের পাশে থাকা একটি প্রাইভেট কারের ভেতরে লাশ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে তারা। পুলিশ জানিয়েছে, গত দুই দিন ধরে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির একটি পেট্রল পাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, টয়োটা ব্র্যান্ডের ওই গাড়িতে ‘অর্ধগলিত’ অবস্থায় লাশটি পাওয়া গেছে। ঢাকা মেট্রো ঘ ১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না। এরকমটা জানিয়ে শনিবার বিকেলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
নিখোঁজ চালকের নাম সজল কুমার ঘোষ। আর গাড়ির মালিক হলেন, কামাল হোসেন নামের ধানমন্ডির এক বাসিন্দা। গাড়ির মালিককে খবর দেওয়া হয়েছে। তিনি এলে লাশের পরিচয় মিলতে পারে। লাশটি চালকের বাঁ পাশের আসনে ছিল। লাশ কিছুটা বিকৃত হওয়ায় শরীরে কোনো আঘাত আছে কিনা তা প্রাথমিক পর্যায়ে বোঝা সম্ভব হয়নি।
পুলিশের আরেকটি সূত্র গণমাধ্যমকে জানায়, গাড়িটি ইউডিসি কন্সট্রাকশান লিমিটেড কম্পানির মালিকের। ইউডিসি'র এমডিকে বাসায় নামিয়ে দিয়ে শুক্রবার মহাখালী ফিরছিলেন ওই ড্রাইভার। এরপর থেকে তার টেলিফোন বাজলেও তা রিসিভ করেনি কেউ।
শনিবার বিকেলে ধানমন্ডি থানায় জিডি করার পর ওই টেলিফোন লোকেট করে তার অবস্থান পাওয়া যায় তেজগাঁও শিল্প এলাকায়। খোঁজাখুঁজি করে ওই গাড়িটির হদিস করে প্রতিষ্ঠান লোকজন। খবর দেওয়া হয় শিল্পাঞ্চল থানায়।