করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যু আরও বেড়ে গেছে। এ নিয়ে বিশ্বে মৃত্যু সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেল। তবে কমেছে শনাক্তের সংখ্যা। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪০ লাখ ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪৬ জনের। সোমবার গত ২৪ ঘন্টায় বিশ্বে মারা যায় ৫ হাজার ৯৯৭ জন। রবিবার এই সংখ্যা ছিল ৭ হাজার ৪২১।
মৃত্যুর দিক শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত (বাংলাদেশ সময়) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট ৬ লাখ ২১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৪২ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৩৬১ জন।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ২২৯ জন মারা গেছেন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা যায় ৭৫৪ জন। সোমবার মারা যায় ৭৭৬ জন। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৯২ হোজার ৫১১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত রয়েছে মৃত্যুর দিক দিয়ে তৃতীয় স্থানে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ি, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৫৫৩ জন মারা গেছেন। এনিয়ে ভারতে মোট ৪ লাখ ৩ হাজার ৩১০ জন মারা গেলেন। সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছিল ৭৪৩ জনের। দেশটিতে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৬১ লাখ ৮ হাজার ৯৩৯ জন।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, মঙ্গলবার (০৬ জুলাই) পর্যন্ত বিশ্বে মোট সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৯৫১ জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছিলেন ১৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার ১৮১ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৯১৪ ।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।