জুন থেকে ‘কোভিড পাসপোর্টে’ ইউরোপে ভ্রমণ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২১, ০৬:৩৬ এএম

জুন থেকে ‘কোভিড পাসপোর্টে’ ইউরোপে ভ্রমণ শুরু

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আগামী জুন থেকে নিজেদের ‘কোভিড পাসপোর্ট’ নিয়ে ইউরোপের ২৭টি দেশ ভ্রমণ করতে পারবেন। শুধুমাত্র যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন,তারা এই পাসপোর্ট পাবেন।

ফ্রান্স, ইতালি, জার্মানি ও স্পেনে এবার গ্রীষ্মে দীর্ঘ লকডাউন শেষে হাফ ছেড়ে পর্যটন কেন্দ্রে ভীড় জমাবেন ভ্রমণ পিপাসুরা, এমনটাই আশা করা হচ্ছে। স্পেনে সৈকত খুলে দেওয়া হচ্ছে এবং ব্রিটেনের নাগরিকরা হাতে লেখা দেশটির স্বাস্থ্য বিভাগের কোভিড টিকা দেওয়ার সনদ দেখালেই গ্রিস ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ কত শীঘ্রই ভ্রমণ চালু করা যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করছে। আগামী ১১ থেকে ১৩ জুন জি-সেভেন সামিট শুরু হওয়ার মধ্যে দিয়ে এধরনের ভ্রমণের সুযোগ আরো খুলে যাবে। গ্রিস বলছে আগামী মে মাস থেকে ভ্যাকসিনেশন কার্ড দেওয়া শুরু করবে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। স্পেন নিশ্চিত করে বলছে আগামী জুনেই ব্রিটিশ পর্যটকদের মাধ্যমে পর্যটন খাত পুরুদ্ধার শুরু হবে। ডেইলি মেইল

প্যারিসে আইফেল টাওয়ার ও অন্যান্য ইউরোপিও পর্যটন কেন্দ্রগুলো খুব শীঘ্রই মার্কিন পর্যটকদের জন্যে খুলে দেওয়া হচ্ছে। ইউরোপিও কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন জানিয়েছেন ইউরোপের ২৭টি দেশই মার্কিন পর্যটকদের ভ্রমণে রাজি তবে শর্ত তাদের করোনা টিকার দুই ডোজ নিয়ে আসতে হবে।

নিউ ইয়র্ক টাইমসকে উরসুলা বলেন মার্কিন পর্যটকদের ইউরোপ ভ্রমণে ইউরোপ মেডিসিন এ্যাসোসিয়েশনের অনুমোদন লাগবে। তবে কোনো মার্কিন পর্যটক যদি একটি টিকা দিয়ে থাকেন তাহলে ইউরোপ ভ্রমণের সুযোগ পাবেন না। ভ্রমণকারীকে অবশ্যই দুটি টিকা দিতে হবে।

স্পেনের পর্যটনমন্ত্রী ফার্নান্দো ভালদেশ ভেরেলস্ট বলেন আগামী জুন হচ্ছে পর্যটন খাত পুনরুদ্ধারের কর্মসূচি শুরু করার উত্তম সময়। ইতোমধ্যে ইউরোপের ২২ শতাংশ মানুষের কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাই আগামী জুনই হবে পর্যটন খাত খুলে দেওয়ার সবুজ সংকেত দেখানো উপযুক্ত সময়।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

Link copied!