শুধু একটি একাউন্ট থেকে হবে সরকারি সকল ব্যয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২২, ০৭:৪২ পিএম

শুধু একটি একাউন্ট থেকে হবে সরকারি সকল ব্যয়

সরকারি ব্যয় সাশ্রয় এবং উক্ত ব্যয়ে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে সকল সরকারি ব্যয় Treasury Single Account (TSA) এর আওতায় আনার কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সকল আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের সকল অর্থ Treasury Single Account (TSA) এর মাধ্যমে সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে, সুদ পরিশোধ বাবদ সরকারি ব্যয় হ্রাসসহ সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা বাড়বে বলে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে জানায় অর্থমন্ত্রী।

সরকারি নগদ হস্তান্তর শতভাগ জি-টু-পিতে আনয়ন

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীভুক্ত সুবিধাভোগীদের ভাতা প্রদান শতভাগ জি-টু-পি পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৬০ শতাংশের বেশি পরিশোধ উক্ত পদ্ধতির আওতায় চলে এসেছে। এছাড়াও, iBAS-জি-টু-পিভিত্তিক একটি ইউনিফর্ম সোস্যাল রেজিস্ট্রি প্রতিষ্ঠা করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা উপবৃত্তি, মেধাবৃত্তিসহ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির নগদ হস্তান্তর প্রক্রিয়ায় দ্রুত প্রেরণ করা হচ্ছে। সরাসরি প্রকৃত উপকারভোগীর নিকট সরকারি হস্তান্তর প্রাপ্তি সুনিশ্চিত হয়েছে এবং নগদ অর্থ হস্তান্তরের কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সঠিক উপকারভোগীকে চিহ্নিত করে সঠিক সময়ে ঝামেলা মুক্তভাবে সরকারের নগদ অর্থ হস্তান্তর নিশ্চিত করা যাচ্ছে।

 

Link copied!