অ্যাপল ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন আপডেট। হোয়াটসঅ্যাপ ২৩.৫.৭৭ ভার্সনটিতে আপগ্রেড করলে পাচ্ছেন দারুণ সব ফিচার।
অ্যাপলের গ্যাজেট থেকে এখন দিতে পারবেন ভয়েস স্ট্যাটাস। কাস্টম করে নিরাপত্তার ফিচারও সংযুক্ত হয়েছে।
ভয়েসের এই ফিচার ব্যবহার করতে স্ট্যাটাস বাটনে ক্লিক করে পেন্সিল সাব-বাটনে ক্লিক করতে হবে। তারপর লং প্রেস করে আপনার ভয়েস দিয়ে স্ট্যাটাস আপ্লোড করতে পারবেন।
আরও একটি দারুণ ফিচার নিয়ে এসেছে হোয়াটঅ্যাপ! এই অ্যাপে আসা ছবিতে থাকা লেখা শনাক্ত করে কপি করতে পারবেন। আলাদা করে গুগল লেন্সে গিয়ে ইমেজ থেকে টেক্সট নেওয়ার ঝামেলায় যেতে হচ্ছে না।
এই আপডেটটি এখন বেটা চ্যানেলে পরীক্ষামূলকভাবে চালু আছে। পরিপূর্ণভাবে ব্যবহারযোগ্য হয়নি এই নতুন ফিচারটি। চাইলে বেটা চ্যানেল থেকে আপডেটটি পেতে পারেন। স্ট্যাবল আপডেটের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।