ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী এলেন মাস্ক। মূলত ৯শ বিলিয়ন ডলারের গাড়ি নির্মাতা এ প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির পেছনে মাস্কের বার্তা আদান-প্রদানের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার একটি সম্পর্ক রয়েছে।
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দেন মাস্ক। সোমবার (২৫ এপ্রিল) টুইটার কর্তৃপক্ষ মাস্কের এ প্রস্তাব গ্রহণ করে। মাস্ক টেসলার শেয়ার বিক্রি করে দিতে পারেন -এমন খবরে গত সপ্তাহেই টেসলারের শেয়ার ২০ শতাংশ পড়ে যায়। মার্কিন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যানুযায়ী, মাস্ক মোট ৯ দশমিক ৬ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন। তবে এখনো প্রতিষ্ঠানটির ১৫ শতাংশ মালিকানা এলেন মাস্কের হাতেই রয়েছে। এছাড়া রকেট কোম্পানী স্পেসএক্স এ মাস্কের স্টক রয়েছে ৪০ শতাংশের বেশি। যার মূল্য ১০০ বিলিয়ন ডলারের বেশি।