এপ্রিল ২৯, ২০২১, ০৩:৪৪ পিএম
ইলেকট্রিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের মতে, তার প্রতিষ্ঠান শুধু গাড়ি নির্মাতা নয়, দীর্ঘমেয়াদে টেসলাকে মানুষ এআই রোবোটিক্স প্রতিষ্ঠান হিসেবেও গণ্য করবে।
সিয়াসাত ডেইলির প্রতিবেদন বলছে, সোমবার ২০২১ সালের প্রথম প্রান্তিকের আয় সংক্রান্ত বিষয়াদি জানানোর সময় এ মতামত প্রকাশ করেন মাস্ক।
মাস্ক বলেন, আমরা স্ব-চালনা নিয়ে এমন কিছু করতে পারছি যা অন্যরা করতে পারেনি। আর তাই আমরা কী কী প্রযুক্তি তৈরি করেছি সে বিবর্তনের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন আমরা তা স্ব-চালনার সমস্যা দূরীকরণে কাজ করছি।
‘এজন্য যে সফটওয়্যার আগে থেকেই ছিল, সেগুলো এ কাজের জন্য খুবই পুরোনো। আর তাই আমরা একদম গোড়া থেকে এটি তৈরি করেছি এবং এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে উন্নত বাস্তব কৃত্রিম বুদ্ধিমত্তা।’ – যোগ করেছেন টেসলা প্রধান।
টেসলা ২০২১ সালের প্রথম প্রান্তিকে এক হাজার ৩০ কোটি ডলার বিক্রি এবং ৪৩ কোটি ৮০ লাখ ডলার নেট আয় হওয়ার খবর জানিয়েছে। হিসেবে এক বছর আগের এ সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৭৪ শতাংশ।
মাস্ক বর্তমানে টেসলা প্রশিক্ষণ সফটওয়্যার ব্যবহারের খবরও জানিয়েছেন।