জুলাই ২, ২০২২, ০৬:৪৫ পিএম
বিশ্বের শীর্ষ ধনী এলেন মাক্সের বিদ্যুৎচালিত গাড়িপ্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ১৫ জন কৃষ্ণাঙ্গ কর্মী অভিযোগ দায়ের করেছেন। বর্ণবাদের এ অভিযোগে কর্মীরা বলেছেন, প্রতিষ্ঠানটিতে কাজ করতে গিয়ে তারা হেনস্তা এবং বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে টেসলার ব্যবস্থাপকগণ,মানবসম্পদ বিভাগের কর্মীরা রয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি কোর্টে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সহকর্মীরা তাদের বিতর্কিত ‘এন ওয়ার্ড’ ব্যবহার করে খারাপ আচরণ করে থাকেন। এন ওয়ার্ড বলতে সাধারণত কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে শ্বেতাঙ্গদের হেয় করে ব্যবহৃত শব্দকে বোঝানো হয়ে থাকে। এসব আচরণ নিয়ে যদিও বিভিন্ন সময়েই নানা ধরণের বিক্ষোভ হতে দেখা গেছে। অভিযোগে টেরি মিচেল নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে; যাকে নিয়মিতই তার সহকর্মীরা হেনস্তা করে থাকেন। যে শব্দগুলো তারা ব্যবহার করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; ‘‘এখানে কৃষ্ণাঙ্গরা বেশি দিন কাজ করতে পারেনা, জানিনা তুমি কতদিন কাজ করতে পারবে-এমন নানা ধরণের বাজে মন্তব্য।’’