সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হয়, ফেসবুকের লাইভ শপিং ইভেন্টটি আগামী অক্টোবরের ১ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে।
ফেসবুকের লাইভ শপিং ফিচার কী?
ফেসবুকের লাইভ শপিং বৈশিষ্ট্যটি নির্মাতাদের পণ্যসম্পর্কে সম্প্রচার এবং বিক্রি করতে দেয়। এটা ২০১৮ সালে থাইল্যান্ডে প্রথম চালু করা হয়েছিল।
এই ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবসায়ীরা ফলোয়ারদের জন্য পণ্যের ভিডিও তৈরি করত। ব্যাপারটা অনেকটাই পারসোনাল হোম শপিং নেটওয়ার্ক। এখানে একজন মার্চেন্ট তার ফলোয়ারদের আসন্ন লাইভ শপিং সেশনের নোটিফিকেশন দিতে পারত এবং মেসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট নিতে পারত।
ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা সম্প্রতি বিজনেস ইনসাইডারকে জানিয়েছে, রিল তথা সংক্ষিপ্ত আকারের ভিডিও কন্টেন্টের প্রতি আরও বেশি মনোযোগ দিতেই এমন উদ্যোগ নিয়েছে তারা। এছাড়া প্রডাক্ট প্লেলিস্ট বা পণ্য ট্যাগ করার অপশনও থাকছে না।
সম্প্রতি টিকটকের এই স্ট্যাটাস পুরো সোশ্যাল মিডিয়ার জগতে রাজত্ব করছে। তাদের কিছু কৌশলগত অগ্রগতির কারণে তারা তরুণ সম্প্রদায়কে বেশ আকৃষ্ট করেছে। এ কারণে মেটা তার রাজস্বও হারিয়েছে।