আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়: দোরাইস্বামী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২১, ০২:৩০ পিএম

আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়: দোরাইস্বামী

সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজেদের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ) চালাতে বাধ্য হতে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সীমান্তে কোনো প্রাণহাণী দিল্লি দেখতে চায়না বলেও তিনি জানান।

সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন তিনি। ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।

এর আগে, বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের দেওয়া এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি হোক। এ জন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গুলি চালাতে বাধ্য হতে হয়। 

সীমান্তে হত্যাকাণ্ডকে দুই দেশের জন্য দুঃখজনক বিষয় উল্লেখ করে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘নিশ্চিতভাবে সীমান্তহত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের ওপর হামলার কোনও শঙ্কা না থাকে, তবে যেন সীমান্তে কোনও অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনও দেশেই সীমান্ত হত্যা চাই না।’

সীমান্তে প্রাণহানীর সংখ্যা তুলনামূলকভাবে কম জানিয়ে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই, তাহলে যেকোনও সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কম। সীমান্তে যেকোনও হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনা উভয় দেশের জন্য দুঃখজনক।’

তিনি বলেন, আমরা চাই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।

সমর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মন্দির কমিটির সদস্য চিত্ত ঘোষ, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

Link copied!