খালেদার জন্য বিদেশি চিকিৎসক আসলে আপত্তি নেই: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ০৭:২০ পিএম

খালেদার জন্য বিদেশি চিকিৎসক আসলে আপত্তি নেই: ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাতে চাইলে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন  ও সেতৃমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় এক অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এর চেয়ে বেশি আর কি করতে পারেন?”

ইউপি নির্বাচনে সহিংতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,“ভুল থেকে সংশোধনের অভ্যাস আওয়ামী লীগের আছে। আগামীতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।”

তিনি বলেন,“বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচনের সময় ঘটে যাওয়া সহিংসতার পেছনে অত্যন্ত সুকৌশলে কলকাঠি নাড়ছে।”

এ সময় আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত বাস মালিকরা নিয়েছেন বলেও জানান তিনি। বাসমালিকদের এই  সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সোমবার (২৯ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বি‌দে‌শি কূটনী‌তিক‌দের ব্রিফ শে‌ষে এক সংবাদ স‌ম্মেল‌নে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে একই কথা বলেছিলেন।

ওই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে যে কোনো স্থানে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে পারেন। তি‌নি চাই‌লে বি‌দেশ থে‌কে চি‌কিৎসক আনি‌য়ে চি‌কিৎসা করা‌তে পা‌রেন।” তা‌কে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া আছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।

ওই ব্রিফিংয়ে ড. মোমেন আরও বলেন, “তি‌নি (খালেদা জিয়া) চাই‌লে চি‌কিৎসাপত্র বি‌দে‌শি ডাক্তারদের দ্বারা দে‌খি‌য়ে চি‌কিৎসা নি‌তে পা‌রেন। তবে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে আইনের মধ্য দিয়ে যেতে হবে।”

Link copied!