জুন ১৫, ২০২১, ০৩:৫১ পিএম
ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকে 'ভালো লোক' বললেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (১৫ জুন) সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, 'গতকাল সংসদে একজন মাননীয় সদস্য নায়িকা পরীমণির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছে। আমি তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিল। সেই লোকটি জাতীয় পার্টি করে। তিনি ভালো লোক।'
তিনি আরো বলেন, 'মিডিয়ার কারণে তাকে… মিডিয়াকে অনুরোধ করব… মিডিয়ার কারণে অনেক সময় ভালো লোক… আমি স্বরাষ্ট্র মন্ত্রী…।'
এরপর সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার চুন্নুর মাইক বন্ধ করে দেন।
আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচিত নাসিরের বিরুদ্ধে সোমবার (১৪ জুন) সকালে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন পরীমণি। দুপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে নাসিরকে একটি বাসা থেকে ১ হাজার পিস ইয়াবা ও প্রচুর বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় বিমান বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নাসিরসহ আরো ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেফতার হওয়া এই নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।