ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে আজ: কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২২, ০৫:২৬ পিএম

ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে আজ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের ফলাফল ছিল অশ্বডিম্ব। আজ ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত শান্তিসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা (বিএনপি) নাকি রাষ্ট্র মেরামত করবে। অথচ এই বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে ও গণতন্ত্রকে হত্যা করেছে। তারা সুস্থ রাজনীতি করে না, নষ্ট রাজনীতি করে। আর যারা নষ্ট রাজনীতি করে, তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।

ওবায়দুল কাদের বলেন, 'খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হামলার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে এবং হাওয়া ভবনের বিরুদ্ধে।'

তিনি বলেন, 'আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আগামী ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে ফাইনাল খেলা হবে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়ের বন্দরে পৌঁছাবে। সেদিন জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

Link copied!