রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় কারাগারে আটক চিত্রনায়িকা পরীমনি জামিন পেয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন। আদালত জানিয়েছেন,মামলায় পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন আদালত।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের অভিযোগপত্র না হওয়া পর্যন্ত ২০ হাজার টাকা মুচলেকায় পরীমনিকে জামিন দেয়া হয়েছে। পরীমনির এখন মুক্তি পেতে আইনগত কোন বাধা থাকলো না বলেও তিনি জানান।
গত ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১০ আগস্ট পরীমনিকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। তারও আগে ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।